২০০৩ সালের ২৬ মার্চ, মেহদী হাসান খান বাংলা ভাষার ডিজিটাল বিপ্লবের সূচনা করেন অভ্র সফটওয়্যারের মাধ্যমে। ওই সময় ইন্টারনেটে বাংলা লেখা ছিল এক কঠিন চ্যালেঞ্জ, কারণ বেশিরভাগ সফটওয়্যার ইউনিকোড সমর্থন করত না। মেহদী হাসান খান ইউনিকোডভিত্তিক বাংলা টাইপিং সফটওয়্যার তৈরি করেন, যা ফোনেটিক পদ্ধতিতে বাংলা লেখার সুযোগ দেয় এবং এটি বাংলা ভাষার জন্য একটি মুক্ত প্রযুক্তির দৃষ্টান্ত হয়ে ওঠে।
অভ্র দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং তার ব্যবহার বৃদ্ধি পায়, বিশেষ করে ফেসবুক, ব্লগ এবং ওয়েবসাইটে বাংলা লেখার সুবিধা থাকায় তরুণ প্রজন্মের মধ্যে এটি ব্যাপকভাবে গ্রহণ করা হয়। অভ্র একাধিক লে-আউট, প্ল্যাটফর্ম-স্বাধীনতা এবং ফ্রি ও ওপেন সোর্স সফটওয়্যার হিসেবে আরও জনপ্রিয় হয়। এর সাফল্য শুধু বাংলাদেশে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি পায়।
অভ্র এমন এক সফটওয়্যার যা বাংলা ভাষাকে প্রযুক্তির মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশ সরকার এই সফটওয়্যারটি ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ করেছে, যার মাধ্যমে প্রায় ৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে। মেহদী হাসান খানের এই উদ্ভাবন প্রযুক্তির মাধ্যমে ভাষা ও সংস্কৃতির প্রসারে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে, এবং তার এই অবদান স্বীকৃত হয়েছে নানা প্রতিষ্ঠানে।